Thursday, September 21, 2023
Google search engine
ফটো গ্যালরিকোনো বিদেশ নয় এগুলো বাংলাদেশেই

কোনো বিদেশ নয় এগুলো বাংলাদেশেই

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বত মালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

অনেকেই বলেন ঘোরার জন্য বাংলাদেশে কোনো সুন্দর জায়গা নেই। কিন্তু তারা এ কবিতাটি কখনোই পড়েননি বলেই এমনটা বলেন। এবার চলেন দেখি আমার সঙ্গে, ঘুরিয়ে নিয়ে আসি বাংলাদেশের অসাধারণ কিছু জায়গা থেকে। তারপর আপনিই বর্ণনা করুন দেশের রূপ।

জাদিপাই ঝর্ণা, বান্দরবান

নাফাখুম ঝর্ণা, বান্দরবান

বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়

সাঙ্গু নদী, বান্দরবান

নীলগিরি রিসোর্ট, বান্দরবান

রাইখং ঝর্ণা, পুকুয়ারপাড়া, রাঙামাটি

শুকনাছড়া ঝর্ণা, রাঙামাটি

রাঙামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য

রাঙামাটির সাজেক ভ্যালি

রাঙামাটির সাজেক ভ্যালি

আরণ্যক রিসোর্ট, রাঙামাটি

পানতুমাই, সিলেট

বিছনাকান্দি, সিলেট

সিলেটের রাতারগুল জলাভূমির বন

সিলেটের রাতারগুল জলাভূমি বনের আরেকটি দৃশ্য

রিজুক ঝর্ণা, বান্দরবান

আমিয়াখুম ঝর্ণা, বান্দরবান

 

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়