পৃথিবীতে কত আজব রেস্টুরেন্ট রয়েছে তার কোন হিসেব নেই। এবার এমন এক ধরণের রেস্টুরেন্টের কথা বলবো যেখানে টয়লেটের ওপর বসেই রয়েছে খাবারের ব্যবস্থা! চোখ নিশ্চই কপালে উঠেছে। আশ্চর্য্য হলেও এটি সত্য।
থাইল্যান্ডে থাইপাই নামে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে টয়লেটের ওপর বসেই খাবারের কাজটি সারা হয়। রয়েছে কমোড, বেসিন, শাওয়ার।
টয়লেটের আদলে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটি। বিষয়টি নিয়ে অনেকে নাক সিটকালেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে ওই রেস্টুরেন্টটি। তবে যা ভাবছেন তা কিন্তু সঠিক নয়। আদতে টয়লেটের মত দেখা গেলেও কেউ কিন্তু সেখানে প্রাকৃতিক কাজ সারার কোন সুযোগ পান না। এটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য করা হয়েছে।