Thursday, March 28, 2024
Google search engine
রকমারি তথ্যচমকে যাওয়ার মতো কিছু তথ্য মানুষের শরীর নিয়ে

চমকে যাওয়ার মতো কিছু তথ্য মানুষের শরীর নিয়ে

*মানুষের দেহ সংক্রান্ত বেশ কয়েকটি চমকে যাওয়ার মতো তথ্য জানতে পড়ুন এই প্রতিবেদনটি।
* পুরুষদের থেকে মহিলারা প্রতিদিন বেশি চুল হারায়। প্রতিদিন পুরুষেরা হারান ৪০টার মতো চুল আর মহিলারা হারান ৭০টার মতো চুল।
* মানুষের শরীরের রয়েছে প্রচুর পরিমাণে লবণ। মানুষের শরীরের রক্তে লবণের পরিমান একটা সাগরে থাকা লবনের সমান।
* মানুষ রাতের থেকে সকালে তুলনামূলক বেশি লম্বা হয়ে যায়।
* মানুষের শরীরের হৃদপিন্ডের প্রতিদিনের গড় রক্তসঞ্চালনের পরিমাণ ১০০০ বার।
* আমাদের চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন।
* মানুষের চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় ৫০০’র মত।
* একজন মানুষের শরীরে গড় নার্ভের পরিমাণ গড়ে প্রায় একশো বিলিয়ন।
* বিশ্বাস না হলে মিলিয়ে দেখুন। মানুষ চোখ খোলা রেখে কখনই হাঁচতে পারে না।
* একজন মানুষের শরীরে হাড় জমাট বাঁধা কংক্রিটের চেয়ে অনেক বেশি শক্ত।
* ছোটদের জন্য বসন্তকালটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা বসন্তকালে সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।
* মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের ২৬টি হাড় দিয়ে তৈরি।
* জেনে অবাক হবেন যে, আমাদের শরীরের ভিতরের সমস্ত যন্ত্রাংশ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন আমরা হাঁচি দিই। এমনকী, আমাদের হৃদয়ও।
* জিভ শুধু স্বাদ গ্রহণ আর উচ্চারণে নয়, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশীও।
* স্বাভাবিক একজন মানুষ দৈনিক ছয়বার মূত্রত্যাগ করেন।
* মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড।
* হাঁচির সময় মানুষের নাক থেকে যে বাতাস বের হয় তার গতিবেগ ১০০ কি.মি।
* উরুর পেশী আপনার শরীরের সবচেয়ে বড় পেশী।
* মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় হল কানের হাড়।

 

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়