Sunday, May 12, 2024
Google search engine
অবাক বিশ্বদুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত এখন ঘুমাবে শহর

দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত এখন ঘুমাবে শহর

মাদ্রিদ, ২০ জুলাই-  দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঘুমাবে স্পেনের শহর। এই সময় কেউ আপনাকে বিরক্ত করবে না, কারণ এটাই এখন শহরে ঘুমানোর সরকারি সময়! শহরের মেয়র একেবারে বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই সময় যেন গোটা শহর চুপ থাকে, যাতে শহরবাসীর ঘুমতে কোনও কষ্ট না হয়। অফিসে গেলেও যেন এই সময়ের মধ্যে কোনো এক সময়ে একটু জিরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে। আসলে শহরের মেয়রের কাছে এক রিপোর্ট জমা পড়েছে, যাতে বলা আছে দুপুরে সঠিক বিশ্রাম পেলে শহরবাসী চাঙ্গা হন, উৎপাদনক্ষমতাও বাড়ে। এই রিপোর্ট হাতে পাওয়ার পর তড়িঘড়ি ‘মধ্যাহ্নকালীন নিদ্রা’-কে সরকারী সিলমোহর দিয়ে দিয়েছেন মেয়র। তবে সরকারি নির্দেশিকা জারি হলেও তা বাধ্যতামূলক করা হয়নি। নয়া নির্দেশিকায় খুশি শহরের মানুষ।

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়