Thursday, September 19, 2024
Google search engine
রকমারি তথ্যশরীরের সবথেকে নোংরা জায়গা কোনটি! আপনি কি জানান ?

শরীরের সবথেকে নোংরা জায়গা কোনটি! আপনি কি জানান ?

একটি শিশু প্রিথীবিতে আসার পূবে মায়ের নভির সাথে শিশুর সম্প্ক থাকে। কিন্তু এই নাভি সম্পকে আমরা কতটুকু জানি।
শরীরের অন্যান্য স্থানের তো অনেক যত্ন নেন কিন্তু নিজের নাভির দিকে কি কখনও খেয়াল করেছেন? কত টুকু জানেন এই নাভি সম্পর্কে? নাভি সম্পর্কে সব কিছু জানলে আপনি অবাক হয়ে যাবেন জানুন সব কিছু এর সম্মন্ধ্যে । একবার চোখ রাখতে পারেন নিচের এই লেখাতে…

বিশেষত মেয়েদের নাভি সুন্দর । বছরে বিশ্বের প্রায় ২ লক্ষ মানুষ নাভি কুণ্ডলীকে প্লাস্টিক সার্জারি করে বাইরে থেকে ভিতর দিকে ঢোকান।

নাভি শরীরে সবথেকে নোংরা এলাকা। একটি গবেষণায় দেখা গেছে, ৬৭ রকমের ব্যাকটেরিয়া থাকে নাভিতে।

ভারতীয় সনাতন যোগশাস্ত্রে শরীরে ৭টি চক্রের কথা বলা হয়। তার মধ্যে অন্যতম নাভি চক্র।

পোশাকের কারণ নাভি নোংরা হয়। কারণ, সেখানে জামা কাপড়ের রোঁয়া লেগে যায়।

বলা হয়, আদম ও ইভের নাভি ছিল না। কারণ তাঁরা তো মাতৃজঠরে জন্মাননি।

গবেষকরা মনে করেন নাভি যে স্থানে থাকে তার উপরেই মানুষের সাঁতার কাটা বা দৌড়নো নির্ভর করে।

হিন্দু পুরাণ বলে বিষ্ণুর নাভিপদ্ম থেকেই মানবের সৃষ্টি।

নাভি কুণ্ডলী সাধারণত ভিতরের দিকেই থাকে। মাত্র ৪ শতাংশ মানুষের নাভি কুণ্ডলী বাইরের দিকে।

নাভি আসলে শরীরের একটি ক্ষত। চিকিৎসকরা শিশুর জন্মের সময় মায়ের শরীরের থেকে সন্তানকে আলাদা করেন। তাতেই তৈরি হয় এই ক্ষত।

মায়ের নাভিকুন্ডলী পরিষ্কার না থাকলে নবজাতকেরও তার থেকে সংক্রমন হতে পারে৷ প্রতিদিন সাবান জল দিয়ে পরিষ্কার রাখা যেতে পারে নরম এবং স্পর্শকাতর এই স্থানটিকে৷

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়