Friday, May 17, 2024
Google search engine
অবাক বিশ্ববিমান বিধ্বস্ত পাইলটের সেলফি শখে

বিমান বিধ্বস্ত পাইলটের সেলফি শখে

 

গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত হয়েছিল দুই আসনের সেজনা ১৫০কে বিমানটি। এতে ওই বিমানের পাইলট এবং এক যাত্রী নিহত হয়েছিলেন। মঙ্গলবার মার্কিন তদন্তকারীরা বলেছেন, ওই বিমানের পাইলট নিজের সেলফোনে সেলফি তোলায় ব্যস্ত হওয়ার কারণেই এটি দুর্ঘটনায় পড়েছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড(এনপিএসবি)য়ের তদন্তে দেখা যায়, ঘটনার দিন ২৯ বছরের ওই চালক ককপিটে বসেই মোবাইলে অনবরত সেলফি তুলছিলেন। ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি শষ্য ক্ষেতে বিধ্বস্ত হয়।

এনটিএসবি রিপোর্টে বলা হয়েছে, ‘তদন্তে এটি প্রমাণ হয়েছে যে, কম উচ্চতায় গতি নিয়ন্ত্রণের সময় সেল ফোন ব্যবহার করা হয়েছিল। এটি ব্যবহার করার কারণে চালক তার দায়িত্বের প্রতি মনোনিবেশ করতে পারেননি। তিনি বিমানটির অবস্থান এবং নির্দেশনা অনুসরণ করতেও ব্যর্থ হয়েছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন।’

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ মে কলোরাডো অঙ্গরাজ্যের ওয়াটকিনস এলাকায় বিধ্বস্ত হয়েছিল সেজনা ১৫০ বিমানটি।

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়