বোলার দৌড়ে এসে বল ছুড়লেন। সর্বোচ্চ রান কত হতে পারে? ছয়, সাতও হতে পারে বলটি নো হলে। তাই বলে ১ বলে ২৮৬ রান! অবিশ্বাস্য হলেন ১ বলে ২৮৬ রান নেওয়ার ঘটনাও আছে ক্রিকেটে।
১৮৯৩-৯৪ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার মধ্যকার খেলায় এই ঘটনা ঘটে।
ইনিংসের প্রথম বলেই ব্যাটসম্যান উড়িয়ে মারলেন। কিন্তু চার-ছয় কোনটিই না হয়ে বল আটকে গেলো মাঠের ভিতরের একটি গাছে। গাছ থেকে বল নামাতে সময় গড়িয়েছে অনেকক্ষন।
এর মধ্যে ব্যাটসম্যানদের দৌড়ে ২৮৬ রান নেওয়া হয়ে গেছে। ওই এক বলেই খেলা শেষ। জিতে যায় ব্যাটিং পক্ষ।