Monday, December 9, 2024
Homeরকমারি তথ্যটেলিভিশনের সামনে মৃত এক নারী।

টেলিভিশনের সামনে মৃত এক নারী।

আজব ঘটনা, মৃত্যুর পরও টেলিভিশনের সামনে মৃত এক নারী।  অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। তবে ঘটনাটি অন্যরকম। আজ থেকে প্রায় দীর্ঘ ৬ মাসেরও বেশি আগে ওই নারী মৃত্যুবরণ করেন।
৬৬ বছর বয়সী জার্মানির ওই নারী সবার অলক্ষ্যে মারা যাওয়ার পর তার অ্যাপার্টমেন্টে পড়েছিলেন। মৃত্যুবরণ করার আগে তিনি টেলিভিশন দেখছিলেন।
অদ্ভুত ব্যাপারটি হলো, নাইটগাউন পরিহিতা ওই নারীকে যখন তার অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, তখনও তার টেলিভিশনটি চালু ছিল।
জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের কাছে ওবেরুরসেল শহরতলির বাসিন্দা তিনি। প্রাথমিক অবস্থায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই নারীর মৃতদেহ আংশিকভাবে মমিতে পরিণত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির পুলিশ বলছে, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় দুর্গন্ধ নাকে আসলে কেউ আমলে নেয়নি। তবে ওই নারীর অ্যাপার্টমেন্টের চিঠির বাক্সটি ভর্তি হয়ে যাওয়ায় বাড়িওয়ালার সন্দেহ হয়।
পরে তিনি ওই ফ্লাটের দরজা খুলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে জানান। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

 

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়