Sunday, March 16, 2025
Homeসুস্থ থাকুনসামুদ্রিক মাছের অনন্য পুষ্টিগুণ

সামুদ্রিক মাছের অনন্য পুষ্টিগুণ

নানা জাতের ছোট বড় সামুদ্রিক মাছ আমাদের সবার কাছেই প্রিয়। উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এর গুরুত্ব অনেক। আমাদের সুস্থতার জন্য সামুদ্রিক মাছ খেতে ডাক্তারি পরামর্শও থাকে। মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মিটিয়ে নানা রোগ থেকে রক্ষা করতে সক্ষম সামুদ্রিক এসব মাছ। তবে বিশেষ ভাবে কোন ধরনের রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে তা জেনে নেয়া দরকার।

– সামুদ্রিক মাছের আমিষ সহজে পরিপাকযোগ্য। এ ছাড়া দেহের বৃদ্ধি ও ক্ষয়রোধে সাহায্য করে।

– ভিটামিন বি-এর উৎকৃষ্ট উৎস। বিশেষ করে স্যামন মাছে প্রচুর ভিটামিন বি১২ রয়েছে।

– জিংক ও আয়োডিন আছে। জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়োডিন গলগণ্ড রোগ প্রতিরোধ করে।

– এ ছাড়া এসব মাছে প্রচুর সিলেনিয়াম রয়েছে, যা দেহে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

– স্যামন, ম্যাকরেল মাছ থেকে ভিটামিন-এ ও ডি পাওয়া যায়।

– সামুদ্রিক মাছের অমেগা-৩ ফ্যাটি এসিড হৃদযন্ত্রের জন্য উপকারী। এই ফ্যাটি এসিড হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

– এ ধরনের মাছ রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

– এই মাছের আমিষ ও তেল দেহের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

– ডায়াবেটিস রোগীরা খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখতে পারেন।

– যেসব নারী তাদের গর্ভকালীন সপ্তাহে অন্তত ৩৪০ গ্রাম সামুদ্রিক খাবার খান তাদের সন্তান বুদ্ধিদীপ্ত হয়ে জন্মগ্রহণ করে।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়