চীনের এক বিজ্ঞানী ছোয়াঙ ওয়াঙ বানিয়েছেন এই আধুনিক ছাতা। এটি অঝোর বৃষ্টিতে গেলেও আপনাকে সম্পূর্ণ শুষ্ক রাখতে সক্ষম। এতে এমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা দিয়ে এটি মাথায় ধরলে বৃষ্টির পানি গায়ে না পড়ে সাইডে পড়বে।
চীনের এক বিজ্ঞানী ছোয়াঙ ওয়াঙ বানিয়েছেন এই আধুনিক ছাতা। এটি অঝোর বৃষ্টিতে গেলেও আপনাকে সম্পূর্ণ শুষ্ক রাখতে সক্ষম। এতে এমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা দিয়ে এটি মাথায় ধরলে বৃষ্টির পানি গায়ে না পড়ে সাইডে পড়বে।
এই ছাতাটি দেখতে অনেকটাই একটি প্লাস্টিকের কাঠির মত। এতে রয়েছে বিশেষ লিথিয়াম আয়ন ব্যাটারি এবং বাতাস প্রবাহিত করার জন্য আলাদা পাখা। আপনি বৃষ্টিতে গেলে সুইচ টিপলেই উপরের গোল অংশে থাকা শক্তিশালী ফ্যান বাতাস বাইরের দিকে নির্দিষ্ট মাত্রায় ছড়িয়ে দিবে। যা বৃষ্টির পানিকে আপনার মাথার উপর থেকে অনেক দূরে ঠেলে দিবে। এতে করে গায়ে কোনো পানি পড়বে না ব্যবহারকারী থাকবেন শুকনো!
বিষয়টি অদ্ভুত শুনালেও এই ছাতা ইতোমধ্যে ব্যবহার হয়েছে, পরীক্ষামূলক ভাবে এই ছাতা বৃষ্টি বাঁধা দিতে সক্ষমও হয়েছে। কেমন হতে পারে এই ছাতার দাম? এর মূল্য ৭ থেকে ১০ হাজারের মাঝেই রাখা হবে। এটি ২০১৫ সালের শুরুর দিকে বিশ্বব্যপি পাওয়া যাবে।