Friday, May 24, 2024
Google search engine
লাইফ ষ্টাইলমেয়েরা যে কারণে নিজের চাইতে ৫ ইঞ্চি বেশি উচ্চতার জীবনসঙ্গী খোঁজে

মেয়েরা যে কারণে নিজের চাইতে ৫ ইঞ্চি বেশি উচ্চতার জীবনসঙ্গী খোঁজে

 

প্রতি ৫জনের মধ্যে ১ জন মহিলা জীবনসঙ্গীর উচ্চতা সম্পর্কে জানতে চাইলে বলেন ‘নিজের চাইতে ৪-৬ ইঞ্চি বেশি উচ্চতার পুরুষ খুঁজে থাকি।একটি গবেষনায় দেখা যায় প্রায় ৭০% মহিলারা নিজের চাইতে অন্তত ৫ ইঞ্চি লম্বা পুরুষের সাথে জীবনযাপনে ইচ্ছুক।

মাত্র ৫% মহিলাদের মতে উচ্চতা কোন ব্যাপার নয় এবং বাকি ২৫% মহিলা নিজের চাইতে কিছুটা হলেও লম্বা পুরুষের সাথে জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করে।

এছাড়া মাত্র ৩৫% পুরুষ বলেন, তাদের জন্য উচ্চতা কোন ব্যাপার নয়। কিন্তু বাকি ৬৫% পুরুষ নিজের চাইতে উচ্চতায় খাটো মেয়ে খুঁজে থাকেন জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেয়ার জন্য।

ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস এর সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জর্জ ইয়ানসে বলেছেন, ‘লম্বা দেহ পুরুষের কাছে সম্পদ। একটু লম্বা আকৃতির মানুষ হলে তার প্রভাব বংশ রক্ষার ক্ষেত্রেও প্রভাব ফেলে।’

নতুন এক গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ নারী লম্বা ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান। তারা মনে করেন, নারীত্ব রক্ষায় লম্বা আকৃতির ছেরেরাই উপযুক্ত।

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়