Sunday, October 13, 2024
Google search engine

রাগের মাথায় স্বামীর একি হাল করলো স্ত্রী

আর পাঁচটা দিনের মতই স্ত্রীকে লুকিয়ে ইন্টারনেটে বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেমপর্ব ব্যস্ত ছিল স্বামী চোখে ঘুম চলে আসায় চেয়ার থেকে স্বামী উঠে পড়তেই বাধে লঙ্কাকাণ্ড স্ত্রী এসে কম্পিউটার বন্ধ করতে এসে স্বামীর প্রেমের কীর্তি দেখে ফেলে বিশ্বাসভঙ্গের জ্বালা আর রাগে এরপর স্ত্রী করে বসলেন এমনি এক কাজ যা শুনে গোটা বিশ্ব শিউরে উঠল রাগের মাথায় কাঁচি দিয়ে ঘুমন্ত স্বামীরগোপনাঙ্গ কেটে জানলার বাইরে ফেলে দেয় স্ত্রী পরে দেখা যায় সেইগোপনাঙ্গ নিয়ে পালায় কুকুরে এমনই ঘটনা ঘটেছে চীনে দুই সন্তানের বাবা ৩২ বছরের সেই স্বামী এখন ভর্তি হাসপাতালে স্ত্রীকে এই অপরাধে গ্রেফতার করা হয়েছে স্ত্রী অবশ্য বলছেন, রাগের মাথায় এমনও করে ফেলেছেন, তিনি আবার তিনি স্বামীর সঙ্গে থাকতে চান

 

কোনও কোনও সংবাদামধ্যমে এমনও খবর প্রকাশিত হয়েছে যে একবার নয়, দুবার স্বামীরগোপনাঙ্গ কেটে দেয় ২১ বছর বয়েসের স্ত্রী ঝাং হুং প্রথমে ঘরেগোপনাঙ্গ কাটার চেষ্টায় পুরোপুরি সফল না হওয়ার পর স্ত্রী হাসপাতালে ঢুকে সবার আড়ালে আবার স্বামীরগোপনাঙ্গ কেটে হাসপাতালের জানলা থেকে ফেলে দেয় হাসপাতালের কর্মীরা জানান, এরপর অনেক খোঁজার পরেও কেটে ফেলাগোপনাঙ্গ এর খোঁজ মেলেনি

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়