Tuesday, February 18, 2025
Homeরকমারি তথ্যআপনার বার্তা এলিয়েনদের কাছে পৌঁছে দেবে নাসা

আপনার বার্তা এলিয়েনদের কাছে পৌঁছে দেবে নাসা

সাধারণ জনগণের বার্তা পৃথিবী থেকে মহাকাশের গভীরে ভিনগ্রহের প্রাণীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’।

আগামী প্রজন্মের মহাকাশযানের মাধ্যমে এ বার্তা পৌঁছে দেওয়া হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।এ প্রকল্পের উদ্যোক্তা জন লমবার্গ এর আগে ভয়েজার মহাকাশযানে মানুষের বার্তা সংযোজন করেছিলেন। তিনি এবার অনলাইনের মাধ্যমে এ বিষয়ে মতামত নিচ্ছেন এবং সে অনুযায়ী নানা উপাদান সংগ্রহ করছেন।এসব বার্তা বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, শেষ পর্যন্ত এতে ছবি, শব্দ, ত্রিমাত্রিক মানচিত্র সংযোজিত হবে। প্রকল্পটি সম্বন্ধে ২৫ আগস্ট বিস্তারিত ঘোষণা করা হবে।মহাকাশযানটি প্লুটো গ্রহে অনুসন্ধান শেষে এসব বার্তা নিয়ে মহাকাশে চলে যাবে। আশা করা হচ্ছে, তার পর মহাকাশে ভাসতে ভাসতে কোনো না কোনো সময় এটি ভিনগ্রহের প্রাণীদের হাতে পড়বে।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়