অযথা খরচ করে সংসারে অশান্তি আনা কিংবা বেড়াতে গিয়ে সিমেনা দেখে এটা ওটা কিনে ফেলে হঠাৎ পকেট ফাঁকা করে ফেলা- এমনটা তো করার কথা ছিল না, তবু হঠাৎ করে হয়ে গেল! এ ব্যাপারে নিয়ন্ত্রণ আনা যে জরুরি, সেটা যে কোনো ব্যক্তিই অনুভব করেন৷ তা মোকাবিলা করতে রয়েছে ষড় উপায় , যা অবশ্যই মনে রাখতে হবে৷ এ লেখায় থাকছে তেমন কিছু উপায়-
১. কখনও নিজের আয়ের চেয়ে বেশি খরচ করা যাবে না৷ অর্থাৎ সাবধান হতে হবে ক্রেডিট কার্ড ব্যবহারের নইলে ঋণের ফাঁদে পড়ে যেতে হবে৷ মনে রাখতে হবে ধারে কেনাকাটা করার জন্য ডেবিট কার্ডটিকে ক্রেডিট কার্ডে রূপান্তর করলে মুশকিল বাড়বে৷ যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান তাহলে একটা পরিকল্পনা নিয়ে এগোন এবং সুদ জমা হওয়ার আগেই সেই টাকা পরিশোধ করে দিতে হবে৷
২. কেনা কাটা করতে হবে একান্ত প্রয়োজনীয় জিনিস৷ হঠাৎ নতুন মডেলের স্মার্টফোন দেখে তা কিনতে ইচ্ছে হল আর কিনে ফেললেন অথচ মাস খানেক আগে কেনা মোবাইল সেটটা একেবারে নতুনই আছে বলা চলে৷ এমনটা করলে চলবে না৷ পরিস্থিতি এবং নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে বুঝে নিতে হবে কোনটা সত্যিই প্রযোজনীয় আর কোনটা নয়৷
৩. কেনাকাটার আগে যেন একটা বাজেট করা থাকে৷ অর্থাৎ দোকানে ঢুকেই দুম করে একটা হোম থিয়েটার কিনে ফেললাম অথবা ভাল মন্দ খাওয়ার ইচ্ছে হল বলে একেবারে পাঁচ তারা হোটেলে ঢুকে পড়লাম তা করলে চলবে না৷ বরং এক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন দামের কোন জিনিস কিনতে পারা যাবে অথবা কোন হোটেলে খাওয়া দাওয়া করা সম্ভব যাতে পকেটে তেমন টান পড়বে না৷ বাজেট করে সেটা মাথায় না রাখলে ঋণের ফাঁদে পড়ে যেতে হবে৷
৪. শুধু আবেগের বশে কোনও কিছুর জন্য খরচ করা উচিত নয়৷ বস অথবা বান্ধবীর কাছ থেকে কোনও মন্তব্য শুনে দুম করে কিছু কেনার কোনও মানে হয় না৷ অর্থাৎ শুধুমাত্র কারও মন্তব্যের জবাব দিতে কোন কিছু কিনে ফেলা উচিত নয়৷ বরং মাথায় রাখা উচিত কোন বিষয়ে কতটা খরচের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই ব্যক্তি ছাড়া আর কারও থাকতে পারে না ৷
৫. কোনো মলে গেলে অথবা ওয়েবসাইটে বসলে যা ভাল লাগল তাই কিনে ফেললে চলবে না৷ এক্ষেত্রে মলে যাওয়ার আগে ঠিক করে নিতে হবে কোনটার দাম কি এবং কি কিনতে হবে৷ সেক্ষেত্রে প্রয়োজনে একাধিক বার যেতে হবে মলে৷ প্রথমে গিয়ে জিনিসপত্রের দামটা জানতে হবে তারপর সেটা মাথায় রেখে কোন জিনিস কিনতে হবে তার তালিকা বানাতে হবে৷ তারপর আবার মলে গিয়ে কেনাকাটা সারতে হবে৷ একই কথা প্রযোজ্য অনলাইলে কেনা কাটার সময়৷
৬. সিনেমা দেখতে গিয়ে অযথা দামী টিকিট কাটা এবং হলে বসে বেশি দাম দিয়ে খাবার খাওয়ার অভ্যাস ছাড়তে হবে নইলে মাস শেষ হওয়ার অনেক আগেই পকেট ফাঁকা হয়ে যাবে৷