তাই এক ঝলকে জেনে নিন ৫ টা উপায়। যেটা মেনে চললে, আপনার টাকা জমাতে খুব একটা অসুবিধা হবে না।
১) সবার আগে একটু পোস্ট অফিসে যাওয়া অভ্যাস করুন। ব্যাঙ্কে তো অনেক গেলন। এখনও যান। কিন্তু পোস্ট অফিসটাকেও হেলাফেলা করবেন না। ওই জায়গাটা শুধুই আপনাকে চিঠি দিয়ে আসার জন্য তৈরি হয়নি। আপনাকে টাকা জমাতে সাহায্য করার জন্যও পোস্ট অফিসের অবদান থাকবে।
২) সেকেলে লাল রঙের ঘটে যদি মন না ভরে, তাহলে এখনকার দিনের নানা রঙের, নানা আকারের অনেক ঘট বাজারে পাওয়া যায়। ওই কটা কিনে আনুন। আর তাতে একটা একটা করে কিছু কারণ লিখুন। কেন ঘটটা কিনেছেন। কিসের জন্য টাকা জমাতে চান। দেখবেন, ঠিক টাকা জমাতে পারবেন আপনি।
৩) টাকা জমাতে গেলে, টাকা রোজগারও করতে হবে। তাই টাকা আয় করার জন্য আরও বেশি সময় দিন। সেক্ষেত্রে জমানোর সুযোগ থাকবে বেশি। অল্প টাকা আয় হলে, জমানোর জন্য মানসিকভাবে শক্তি পাবেন কীভাবে?
৪) টাকা জমাতে গেলে মনে সাহস থাকা দরকার। কারণ, এক্ষেত্রে আপনাকে, আপনার প্রিয় টাকাকে কাছ-ছাড়া করতে হয়। তাই সবদিক বিবেচনা করে যেখানে টাকা রাখবেন, সেটার জন্য সাহস নিয়ে সিদ্ধান্ত নিন।
৫) সবার কথা শুনুন। আপনার একটু সাহায্য চায় রোজ কত মানুষ। তাঁরা আপনাকে বোঝাতে চান, যে আপনি তাঁর কোম্পানিতে টাকা রাখলে কীভাবে, তা পরিমাণে বাড়াতে পারবেন। অথচ, আপনি ভাবেন, এতে শুধু তাঁরই লাভ হবে। তাই এই মানসিকতার পরিবর্তন করুন। আর সবার কথা শুনুন। সিদ্ধান্ত তো আপনি নিজেই নেবেন। তা বলে লোকের কথা শুনবেন না?
ব্যাস, আপাতত এই ৫ টি জিনিস একটু কষ্ট করে মেন চলুন, তাহলেই দেখবেন, কয়েক বছর পর আপনারও অনেক টাকা জমে গিয়েছে।
আমাদের পোষ্ট যদি ভালো লাগে তবে, শেয়ার করতে ভুলবেন না।