Saturday, July 27, 2024
Google search engine
সুস্থ থাকুনবয়োসন্ধিতে স্তন অস্বাভাবিক হলে করনীয়

বয়োসন্ধিতে স্তন অস্বাভাবিক হলে করনীয়

মেয়েদের বিভিন্ন সমস্যার মধ্যে কিশোরী বয়সে অর্থাৎ মেয়েদের বয়োসন্ধির সময় স্তন বিশাল বড় হয়ে যেতে দেখা যায়। এতে অস্বস্তি অনুভব করার কিছু নেই। এ ধরনের সমস্যার ক্ষেত্রে শুরুতেই এর কারণ জানতে হবে। এরপর কারণ অনুযায়ী এর প্রতিকার তো আছেই।
কারন:
বয়োসন্ধির সময় ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের স্তন এর স্বাভাবিক পূর্ণতাপ্রাপ্তি ও বৃদ্ধি শুরু হয়। কোনো মেয়ের যদি এই ইস্ট্রোজেন এর প্রতি অস্বাভাবিক স্পর্শকাতরতা থাকে তাহলে স্তনের এমন অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি শুরু হয়।
অনেক মেয়ে প্রথম গর্ভধারনের সময়ও এমন সমস্যায় পরতে পারে। এমনটি হলে স্তন এতো বড় হয়ে যায় যে বসা অবস্থায় দুই পাশের স্তনই মেয়েটির হাটু পর্যন্ত এসে পৌছতে পারে। প্রায় সব ক্ষেত্রেই দুই পাশের স্তন এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে।
সমাধান:
এই সমস্যাটি অস্বস্তিকর এবং অনেক সময় তা দৃষ্টিকটু হিসেবে বিবেচনা করা হয় তাই এর চিকিৎসা করানোর প্রয়োজন আছে। অনেক সময় ইস্ট্রোজেন বিরোধী ঔষদ ব্যবহার করে এই সমস্যায় ভালো ফলাফল পাওয়া যায়। এতে যদি স্তন ছোটো হয়ে না আসে তা হলে রিডাকশন ম্যামোপ্লাস্টি নামক অপারেশন করিয়েই এর স্থায়ী চিকিৎসা করাতে হবে।

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়