Monday, December 9, 2024
Homeসুস্থ থাকুনপ্রস্রাব চেপে রাখলে অনেক ক্ষতি

প্রস্রাব চেপে রাখলে অনেক ক্ষতি

অনেকেই প্রস্রাব পায়খানা দীর্ঘক্ষণ আটকে রাখেন। তাদের কাছে এটি হেয়ালিপনা হলেও এর ফলাফল হতে পারে ভয়াবহ। প্রস্রাব-পায়খানা আটকে রাখার ফলে নষ্ট হতে পারে মূত্রথলী, কিডনি ও শরীরের অন্যান্য প্রত্যাঙ্গে।


সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেনসহেলথ এর এক প্রতিবেদনে সার্জারী ডিউক প্রস্টেট কেন্দ্র বিভাগের পরিচালক জুড ডব্লিউ মুল বলেছেন, প্রস্রাবের বেগ পেলে এটা আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মলমূত্র আটকে রাখলে এটা মস্তিস্কে সংকেত পাঠায়। এবং এর ফলে মূত্রাশয় বিভিন্ন সমস্যা দেখা দেয়। সংক্রমিত হয় মূত্রথলী, কিডনি ও অন্যান্য স্থান।
এ বিষয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি যখন সেনাবাহিনীর চিকিৎসক হিসেবে কাজ করেছি, তখন একজন তরুন সেনা রাতে তিন বোতল মদ খেয়ে ঘুমিয়ে যায়। সকালে তার মূত্রথলিতে এসব জমা হয়। পরে তিনি আর প্রস্রাব করতে সক্ষম ছিলেন না। ফলে তার লিঙ্গে চার থেকে ছয় বার মূত্র নিষ্কাষণ যন্ত্র প্রবেশ করানো হয়েছিল।
তিনি বলেন, এতে মূত্রথলিতে মারাত্মক চাপ পড়ে। মুত্রথলিতে বাড়তে থাকে ব্যাকটেরিয়া; যা কিডনি ইনফেকশনের জন্য দায়ী।
প্রস্রাব চেপে রাখার ক্ষতিকর দিক জানিয়ে তিনি এই ভুল কাজটি না করার জন্য সবাইকে পরামর্শ দেন।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়