Sunday, March 16, 2025
Homeঅবাক বিশ্বসন্ধান মিলেছে অদ্ভুত এক অগ্নিশিশুর!

সন্ধান মিলেছে অদ্ভুত এক অগ্নিশিশুর!

 

চেন্নাইতে এক অগ্নিশিশুর সন্ধান মিলেছে! মাত্র কয়েকদিনের এক সদ্যজাতর শরীর থেকে বেরোচ্ছে আগুনের শিখা। এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের বেল্লিপুরম গ্রামে।

শিশুটির মা জানান, অদ্ভূত এই শিশুটি জন্মেছে ৯ জানুয়ারি। হঠাৎ ১৫ জানুয়ারি তার গায়ে আচমকা আগুন লেগে যায়। পা থেকে বেরোতে থাকে আগুনের শিখা। পুরো ঘটনায় তো তারা তাজ্জব হয়ে যান। প্রথমে সদ্যজাত সরকারি সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে।
কিন্তু কোথাও এই রোগের যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকায় শিশুটিকে ভর্তি করা হয় চেন্নাইয়ের কিলপাক মেডিকেল কলেজ ও হাসপাতালে।

রোববার তামিলনাড়ু স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণান জানান, শিশুটির পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়