Thursday, April 25, 2024
Google search engine
লাইফ ষ্টাইল১০টি শব্দের ব্যবহারে স্মার্ট বক্তা হয়ে উঠুন

১০টি শব্দের ব্যবহারে স্মার্ট বক্তা হয়ে উঠুন

সময়মতো দারুণ একটি শব্দ ব্যবহার করে মাত করে দেওয়া রীতিমতো শৈল্পিক বিষয়। এর জন্যে ভোকাবুলারি ভালো থাকতে হবে। এসব শব্দ বা বাক্যাংশ হতে হবে পেশাদার কিন্তু ভারী অর্থপূর্ণ ও কার্যকর। সভা, আড্ডা বা বক্তব্যের কালে এমন কিছু শব্দ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে প্রয়োজন চর্চা। এখানে জেনে নিন এমন ১০টি ইংরেজি শব্দ যা অর্থবোধক, বহুল প্রচলিত নয় কিন্তু প্রভাবশালীও বটে। বাংলা কথার মাঝেও এসব ইংরেজি শব্দ ব্যবহার সমান প্রভাব বিস্তার করবে।

১. Caustic : শব্দটি বিশেষণ যা তীব্র ব্যঙ্গপূর্ণ কিন্তু তিক্ত নয় বোঝায়। এর সমার্থক ইংরেজি শব্দ ‘derisive’, ‘acerbic’, ‘abrasive’। এ শব্দের অন্য অর্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্গানিক টিস্যুকে পুড়িয়ে ফেলতে সক্ষম।

২. Idiosyncrasy : বিশেষ্য শব্দটি কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের অদ্ভুত বা বিদঘুটে আচরণ বোঝায়। এর সমার্থক ইংরেজি শব্দগুলো হলো ‘peculiarity’, ‘oddity’, ‘eccentricity’।

৩. Paradoxical : বিশেষণ যার দ্বারা প্রচলিত মতের বিরুদ্ধে কোনো মতামতকে বোঝায়। এটা পারস্পরিক সংঘর্ষপূর্ণও হতে পারে। ইংরেজি সমার্থক শব্দের মধ্যে রয়েছে ‘contradictory’, ‘incongruous’, ‘anomalous’।

৪. Beleaguer : ক্রিয়া শব্দ যা কোনো ব্যক্তি বা ব্যবসায়ীর ক্রমাগত সমস্যার কারণ ঘটাকে বোঝায়। ইংরেজি সমার্থক শব্দ হলো ‘harass’, ‘pester’, ‘badger’, ‘vex’।

৫. Exacerbate : ক্রিয়াবাচক শব্দটি দ্বারা কোনো সমস্যা বা পরিস্থিতি বা বাজে মানসিক অবস্থাকে আরো অবনতির দিকে নিয়ে যাওয়া বোঝায়। ইংরেজি সমার্থক হচ্ছে ‘inflame’, ‘aggravate’।

৬. Didactic : বিশেষণ শব্দ যার অর্থ একজন শিক্ষক বা সংশ্লিষ্ট উপায়ে কাউকে পৃষ্ঠপোষণ করা। ইংরেজি সমার্থক শব্দ হলো ‘patronizing’, ‘pedantic’।

৭. Innocuous : বিশেষণ শব্দ। এর অর্থ ক্ষতিকর বা আক্রমণাত্মক নয়। ইংরেজি সমার্থক শব্দগুলো ‘harmless’, ‘innocent’।

৮. Parsimonious : বিশেষণ শব্দটি দ্বারা বোঝায় অর্থ ব্যয় কিংবা উৎস ব্যবহারে অনিচ্ছুক। এর ইংরেজি সমার্থক হলো ‘stingy’, ‘frugal’, ‘cheap’।

৯. Bloviate : ক্রিয়াবাচক এই শব্দে অর্থ স্ফীত অথবা সারশূন্য কথা বলা। এর একট ইংরেজি সমার্থক হলো ‘spiel’।

১০. Aplomb : বিশেষ্য শব্দ যার অর্থ জরুরি পরিস্থিতির আত্মবিশ্বাস বা প্রতিশ্রুতি। এর ইংরেজি সমার্থক ‘poise’, ‘composure’।

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়