Saturday, November 9, 2024
Homeগ্ল্যামার ওয়াল্ডম্যাগাজিনের প্রচ্ছদে সোনম কাপুর আবেদনময়ী লুকে

ম্যাগাজিনের প্রচ্ছদে সোনম কাপুর আবেদনময়ী লুকে

 

আবারো ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে হাজির বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। ২০১৫ সালের ফেব্রুয়ারির সংখ্যায় আগের থেকে কয়েকগুণ আকর্ষণীয়রূপে ধরা দিলেন এই অভিনেত্রী। প্রচ্ছদে সোনমের ক্লোজ আপ শটটি প্রথমেই আপনার দৃষ্টি কেরে নিতে সক্ষম। কাভার ফটোতে সোনমকে বিশাল বিশাল সুহানি পিটি কানের দুলের সাথে সাথে অগোছালো হেয়ার স্টাইলে গর্জিয়াসই কিন্তু লাগছে। আর এবারের প্রচ্ছদে সোনামের জীবনের সাথে মিলিয়েই ট্যাগ লাইন দেয়া হয়- “Sonam Fires Away: On Boys, Romance And The Marriage Enchilada”।

খুব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডলি কি ডোলি সিনেমার সফলতার পর এই অভিনেত্রী ৪ দিনের ‘Giorgio Armani’s fashion show’তে যোগ দিতে প্যারিস উড়াল দেন। বিশেষ অতিথি হিসেবে সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়।

পরবর্তী সময়ে সোনম কাপুরকে সালমান খানের বিপরীতে ‘প্রেম রাতান ধান পাও’ সিনেমায় কাজ করতে দেখা যাবে। যদিও এই সিনেমার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়