Monday, December 9, 2024
Homeগ্ল্যামার ওয়াল্ডআবারও নগ্ন হয়ে ফ্রেমবন্দি হয়েছেন ব্রুক

আবারও নগ্ন হয়ে ফ্রেমবন্দি হয়েছেন ব্রুক

 

মার্কিনী মডেল ও অভিনেত্রী কেলী ব্রুক চরিত্রের প্রয়োজনে নিজের শরীরকে মেলে ধরলেন ক্যামেরার সামনে।মার্চ মাস থেকে শুরু হতে চলেছে নতুন টেলি শো ‘ওয়ান বিগ হ্যাপি’।এই সিরিয়ালের ট্রেলারের জন্য নগ্ন হয়ে ফ্রেমবন্দি হয়েছেন ব্রুক।

আদ্য-প্রস্ত কমেডিতে ভরপুর এই সিরিয়ালটি পরিচালনা করছেন এলেনা ডীজেনরেস।এখানে কেলীকে প্রুডেন্সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।কাহিনী অনুসারে প্রুডেন্সেরর সঙ্গে বিয়ে হয় ল্যুকের(জোন)।যে এক লেসবিয়ান।বিয়ে হওয়ার কিছুদিন পর ল্যুক জানতে পারে তাঁর সঙ্গে সমলিঙ্গ যে মেয়েটি রয়েছে অর্থাৎ প্রুডন্স গর্ভবতী।

‘মিরর ডট কো ডট ইউকে’-এর রির্পোট অনুযায়ী, ‘এই সিরিয়ালের ট্রেলারে ৩৫ বছরের এই অভিনেত্রী কেলী ব্রুকে সম্পূর্ন বিবস্ত্র দেখা যাবে।যেখানে তিনি তাঁর হাত দু’টি পেছনে রেখে দিয়েছেন’। এই সিরিয়ালে জোন ও ব্রুক ছাড়াও অভিনয় করতে দেখা যাবে এলিশা কথ্বার্ট,ব্রুক লিয়োন্স,এছাড়া মুখ্য ভূমিকায় থাকছেন মিসান

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়