Sunday, December 10, 2023
Google search engine
অবাক বিশ্বইজ্জত বাঁচাতে গিলে ফেললেন কনডম 

ইজ্জত বাঁচাতে গিলে ফেললেন কনডম 

 

রেস্তোরাঁর খাবার বা কোনও রঙীন পানীয় থেকে টিকটিকি উদ্ধারের ঘটনা তো বহু ঘটেছে। এবার একটি নামী রেস্তোরাঁর খাবারের মধ্যে থেকে পাওয়া গেল কনডম!
রেস্তোরাঁ মালিকের কাছ অভিযোগ জানালে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার জন্য তিনি সেই কনডমটিকেই গিলে নেন!
ঘটনাটি ঘটেছে চিনের আনহুই এলাকায়। জানা গেছে, আনহুই প্রদেশের বাসিন্দা মাই লিয়ঙ্গ স্থানীয় রেস্তোরাঁয় তাঁর পছন্দের ক্যালামারি খেতে গিয়েছিলেন। ক্যালামারি একটি মেডিটেরেনিয়ন আমিষ পদ। খাবার প্রায় শেষের দিকে তখনই মাই লিয়ঙ্গের মুখের স্বাদ পাল্টে যায়।
স্কুইড দিয়ে তৈরি এই পদে হঠাত্‍‌তিনি রবারের স্বাদ পান। নিজের পাত্রে ভালো করে লক্ষ করে দেখেন, সেটা স্কুইড নয়, কনডম! তা দেখার পরই রাগে ফেটে পড়েন মাই লিয়ঙ্গ।
সটান এসে উপস্থিত হন রেস্তোরাঁ মালিকের কাছে।
কিন্তু এর পর কথা ধামাচাপা দেওয়ার জন্য রেস্তোরাঁ-মালিক খাবারের মধ্যে থেকে কনডম বের করে নেন। কিন্তু সেটাকে ডাস্টবিনে ফেলে ক্ষমা চাওয়ার পরিবর্তে মুখে পুরে নেন, এমনকি গিলেও ফেলেন।
পরে রেস্তোরাঁ মালিককে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন,এমনটি করে যদি ক্ষমা না-চাইলে, তাঁকে কোর্ট পর্যন্ত নিয়ে যেতেন মাই লিয়ঙ্গ।

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়