Tuesday, February 18, 2025
Homeরকমারি তথ্যঝড়ের তোপে তরুণী উড়ে গেল প্রাক্তন প্রেমিকের ছাদে!

ঝড়ের তোপে তরুণী উড়ে গেল প্রাক্তন প্রেমিকের ছাদে!

ফিলিপিন্সে ভয়াবহ ঝড়ে একেবারে লন্ডভন্ড হয়ে গেল দেশটির উপকূলবর্তী এলাকাগুলি। ঝড়ের সঙ্গে প্রচন্ড বৃষ্টির কারণে শুরু হল বন্যা আর ধস। বুধবারের এ ঝড়ে এখনও পর্যন্ত বন্যা ও ধসে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আরও বেশি। আর এই ঝড় নিয়েই ফেসবুকে একটা মজার পোস্ট করলেন ফিলিপিন্সের এক তরুণী।
তিনি লিখেছেন, তার এক বন্ধুকে ঝড় এসে তার প্রাক্তন প্রেমিকের ছাদে আছড়ে ফেলে। তাতে তার বন্ধু সামান্য আহত হয়। কিন্তু পুরনো প্রেমিকের সঙ্গে সব খারাপ সম্পর্ক মিটে যায়। সঙ্গে মোবাইলে তোলা ঝাপসা ছবিও আপলোড করেছে সেই তরুণী।
বুধবার সকালে ৫৫ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে ফিলিপিন্সের দক্ষিণে মিনদান্নো দ্বীপে।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়