টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরুনের পরবর্তী মেগা বাজেটের সিনেমা দ্য ডাইভ-এ অভিনয় করতে চলেছেন জেনিফার লরেন্স। জেমস ক্যামেরুনের এই সিনেমাটিকে অনেকেই বলছেন নতুন টাইটানিক। কারণ দ্য ডাইভ সিনেমা টাইটানিকের মতই পানি ও প্রেমের গল্প নির্ভর। দ্য ডাইভ সিনেমায় দেখানো হবে ফ্রি ডাইভার ফ্রান্সিসকো পিপিন ফেরারাস ও তার স্ত্রী অডরে মেস্ট্রের জীবনী।
ফ্রি ডাইভিংয়ে বিশ্ব রেকর্ডের অধিকারী অডরে মেস্ট্র ৫৫৭.৭ ফুট নিচে ডাইভিং করতে গিয়ে মাত্র ২৮ বছর বয়সে মারা যান। স্ত্রীর রেখে যাওয়া ডাইভিং স্বপ্নকে সত্যি করতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করে দেখান স্বামী ফ্রান্সিসকো। বাস্তবে ঘটা সেই ঘটনা নিয়ে ক্যামেরুনের এই সিনেমা। এতে মেস্ট্রের ভূমিকায় অভিনয় করবেন জেনিফার।
চলতি বছরের এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।