Saturday, July 27, 2024
Google search engine
লাইফ ষ্টাইলবর্ষাকালে কাপড় ও ঘরে স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়

বর্ষাকালে কাপড় ও ঘরে স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়

 এখন বর্ষাকাল, সারাদিন বৃষ্টি হয়। এই বৃষ্টিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। তাই এ সময়ে ঘরবাড়ি ও কাপড়ে স্যাঁতস্যাঁতে ভেজাভাব দেখা দেয়, যা অত্যন্ত অস্বস্থিকর। এই সমস্যা থেকে মুক্ত হতে কিছু পদক্ষেপ গ্রহণ করলেই যথেষ্ট।

ঘরে স্যাঁতস্যাঁতে ভেজাভাব দূর করতে:
 বাড়ির প্রধান দরজায় একটি বড় পাপোস রাখুন, এমনকি বারান্দাতেও পাপোস রাখতে হবে। এতে বাড়িতে বাইরের আর্দ্রতা, ধুলাবালি একটু কম প্রবেশ করে।
 বাড়িতে প্রবেশের সময় জুতা-স্যান্ডেল বাইরে খুলে ঘরে ঢুকতে হবে, যাতে বাইরের কাদা-বালি ঘরে প্রবেশ করতে না পারে।
 বর্ষার সময় প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা সুগন্ধি মোমবাতি বা আগরবাতি ঘরের কোণায় কোণায় জ্বালান।
 বৃষ্টির পানি যাতে ঘরে ঢুকতে না পারে সেজন্য ভালো করে দরজা ও জানালা লাগিয়ে রাখুন, যাতে আর্দ্রতা না ঢুকতে পারে। তবে বৃষ্টি না থাকলে দরজা-জানালা খুলে রাখা ভালো।
 ঘরের পর্দা বর্ষার সময় হালকা রঙের সিনথেটিক কাপড়ের হলে ভালো হয়।
 ঘরের বিছানার চাদর হালকা ও সাদা রঙের হওয়া ভালো, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
 বর্ষায় মোটেও কার্পেট মেঝেতে ব্যবহার করা উচিত নয়। ঘর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন এবং ফ্যান ব্যবহার করুন।

কাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে:
 স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে কাপড়ের আলমারিতে সাদা চক ও ন্যাপথলিন রাখুন।
 বর্ষার দিন হলেও কাপড় নিয়মিত সাবান পানি দিয়ে ধুতে হবে। কাপড় ধোয়ার সময় লক্ষ্য রাখতে হবে কাপড়ে যেনো কোনো রকম সাবানভাব না থাকে। কেনোনা পরিষ্কার কাপড় দ্রুত শুকায় ও গন্ধ হয় না।
 কাপড় শুকাতে হ্যাঙ্গার ব্যবহার করুন। বার বার কাপড় উল্টো-পাল্টে দিন।
 ঘামা কাপড় ঘরে রাখলে স্যাঁতস্যাঁতে ভাব আরও বাড়ে, তাই কাপড় দ্রুত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 কাপড় ইস্ত্রি করে পরুন। কাপড়ে সুগন্ধি পারফিউম ব্যবহার করুন।
✤ উপরোক্ত নিয়মগুলো মেনে চললে বর্ষাকালে কাপড়ে ও ঘর স্যাঁতস্যাঁতে ভাব দূর করা যাবে।

 

আরও পড়ুন-

এমন আরও কিছু আর্টিকেল

Google search engine

জনপ্রিয়