Wednesday, April 23, 2025
Homeগ্ল্যামার ওয়াল্ডবলিউডে জনপ্রিয় নায়কদের কার কেমন উচ্চতা

বলিউডে জনপ্রিয় নায়কদের কার কেমন উচ্চতা

নায়ক বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শাহরুখ খান, আমির খান, সালমান খান অথবা অমিতাভ বচ্চনের নাম। বলিউডের এই নায়কেরা একেরপর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে আসমুদ্র হিমাচলকে বিনোদন দিয়েছেন। সিনেমার পর্দা আর বাস্তব জগতে এই তারকাদের কাউকে কাউকে একেবারেই মেলানো যায় না। কিছু তারকা রয়েছেন যাদের উচ্চতা বেশ অনেকটাই কম । আবার কিছু তারকা রয়েছেন যাদের উচ্চতা বেশ অনেকটাই বেশি।

আসুন জেনে নিই বলিউডের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় নায়কদের মধ্যে কার কত উচ্চতা।

আমির খান: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের উচ্চতা ৫.৫ ফুট।

সালমান খান: সাম্প্রতিক সময়ে বক্স অফিস কাঁপানো সালমান খানের উচ্চতা ৫.৭ ফুট।

শাহরুখ খান: বলিউড বাদশা শাহরুখ খানের উচ্চতা ৫.৬ ফুট।

হৃতিক রোশান: বলিউড সুপারহিরো হৃতিক ৫.৯ ফুট লম্বা।

রণবীর কাপুর: বলিউডের চকলেট বয় হিসেবে খ্যাত রণবীর কাপুর ৬ ফুট লম্বা।

অজয় দেবগণ: অজয় দেবগণের উচ্চতা ৫.৭ ফুট।

অক্ষয় কুমার: বলিউড খিলাড়ি অক্ষয়ের উচ্চতা ৫.৯ ফুট।

সিদ্ধার্থ মালহোত্রা: বলিউডের নতুন তারকা সিদ্ধার্থ ৬ ফুট লম্বা।

জন আব্রাহাম: জন আব্রাহাম ৫.৯ ফুট লম্বা।

সাইফ আলি খান: নবাব সাইফের উচ্চতা ৫.৫ ফুট।

রণবীর সিং: দীপিকার বয়ফ্রেন্ড রণবীর ৫.৮ ফুট লম্বা।

শহিদ কাপুর: সদ্য বিবাহিত শাহিদের উচ্চতা ৫.৬ ফুট।

ইমরান হাশমি: ইমরান হাশমি ৫.৬ ফুট লম্বা।

RELATED ARTICLES

আজকের দিনের জনপ্রিয়