শিরোনামটা দেখে অনেকেরই চোখ কপালে উঠে যেতে পারে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস কেন টয়লেটের পানি খেতে যাবেন?
ঘটনা কিন্তু সত্যি। বেশ কয়েক বছর ধরেই দুষিত পানি কিভাবে পানযোগ্য নিরাপদ পানিতে পরিণত করা যায় তেমন এক যন্ত্রের খোঁজে ছিল বিল গেটস-এর গেটস ফাউন্ডেশন।
কারণ পৃথিবীর প্রায় আড়াই বিলিয়ন মানুষ নিরাপদ খাবার পানি পায় না, তাই এই মেশিনটি নিঃসন্দেহে মানবতার জন্য আশির্বাদ হিসেবে বিবেচিত হবে।
সম্প্রতি তেমনি এক মেশিন আবিষ্কার করেছেন গেটস ফাউন্ডেশনের বিজ্ঞানীরা।
জানিকি অমনিপ্রসেসর (Janicki Omniprocessor) নামের এ-মেশিনটি ড্রেনের ময়লা-আবর্জনা থেকে একই সাথে তৈরি করবে নিরাপদ খাবার পানি, বিদ্যুৎ এবং সার মাত্র পাঁচ মিনিটেই।
আরও মজার বিষয় হলো, উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করে অর্জিত অর্থ থেকেই মেশিনের পরিচালনা-ব্যয় নির্বাহ করা যাবে বলে জানিয়েছেন আবিষ্কারক বিজ্ঞানীরা।
সবাইকে আশ্বস্ত করতে বিল গেটস নিজেই এই মেশিনের উৎপাদিত পানি খেয়ে দেখিয়ে বললেন, “এ-পানি অন্যসব বোতলজাত পানির মতই সুপেয়, নিরাপদ। আমি সানন্দেই প্রতিদিন এ-পানি পান করবো।”